শনিবার, ২৯ মে, ২০১০

চট্টগ্রামের লি কুয়ান: মহীউদ্দিন চৌধুরী !

চট্টগ্রাম সিটি কর্পোরেশানের সদ্য পদত্যাগী মেয়র মহীউদ্দিন চৌধুরী চট্টগ্রামকে সিঙ্গাপুর বানানোর কথা বলেছেন। এতে আমরা চাটগাঁইয়ারা খুব খুশী। তবে এখানে সমস্যা হলো সিঙ্গাপুর মালয়েশিয়া হতে নিয়মতান্ত্রিক পন্থায় স্বাধীনতা লাভ করেছে। লি কুয়ান তৎকালীন মালয়েশিয়ার ক্ষমতাসীন দলের নেতা ছিলেন না। তিনি ছিলেন সিঙ্গাপুরের নেতা। আর মহীউদ্দিন চৌধুরী হচ্ছেন কেন্দ্রে ক্ষমতাসীন দলের চট্টগ্রাম মহানগরী সভাপতি। তবে তাঁর দল যেহেতু ক্ষমতায়, তিনি কি পারবেন সংসদের মাধ্যমে চট্টগ্রামকে স্বাধীন করে নিতে? স্মর্তব্য যে, সিটি গভর্ণমেন্টের ধারনা দিয়ে তিনি সতের বছর কাটিয়েছেন। এই সিটি গভর্ণমেন্ট আদৌ কখনো হবে কিনা কেউ জানেনা। অবশ্য এর প্রয়োজনীয়তা কি সেটি চট্টগ্রামবাসী জানেনা। মহীউদ্দিন চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের এক অনার্স পরীক্ষায় নকলের দায়ে বহিস্কৃত হবার পর হতে শ্রমিক নেতা হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর কোন ব্যবসা-বানিজ্যের কথা শোনা যায়নি। অলৌকিকভাবে তিনি চট্টগ্রামের অন্যতম ধনী ব্যক্তি। আমরা, চট্টগ্রামবাসীরা একজন লি কুয়ান পেলে ধন্য হতাম। কিন্তু মহীউদ্দিন চৌধুরী ...? কি আর বলবো ...। কথায় বলে, ‘কোথায় গাছের আগা আর কোথায় চৌকির তলা’। স্বীয় রাজনৈতিক বিরোধীদের অর্ন্তদ্বন্দ্ব ছাড়া যার বিশেষ কোন পূঁজি নাই। অবশ্য, ড্রেনের উপর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মতো উর্বর ধারনার জন্য তিনি যথার্থই কৃতিত্বের দাবীদার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন