বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০১০

সত্য, ন্যায় ও বিবেক

প্রসঙ্গ: চ্যানেল ওয়ান বন্ধ করে দেয়া

গণতন্ত্র তথা প্লুরালিজেমর এ যুগে সমাজ ও জন-জীবনের জন্য নিতান্ত ক্ষতিকর না হলে কোন কন্ঠ রোধ করা; তথা কোন প্রকাশনা নিষিদ্ধ করা ভুল প্রকান্ড ভুল

নির্বাচিত সরকারের কাছ হতে অগণতান্ত্রিক আচরণ মোটেও কাম্য নয় আমি বলবো না, এটি আওয়ামী লীগের পক্ষে নিতান্ত সম্ভব যেন বি.এন.পি.’র পক্ষে এ ধরনের কাজ অসম্ভব ! বি. এন. পি. তো গত টার্মে ই.টি.ভি.’র ব্যাপারে অলরেডি সেটা করেছে তাঁরা ই.টি.ভি.’র টেরিস্ট্রেরিয়্যাল সুবিধা বাদ দিয়ে সেটিকে স্যাটেলাইটে রাখতে পারতো কিন্তু তা করেনি কারণ তাদের লক্ষ্য ছিল অপজিশন কিল করা একই কাজ করেছে আওয়ামী লীগ

কন্ঠ রোধ করার এই ধারাটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ এটি বাদ দিতে হবে কে শুরু করবে ঘন্টা কে বাধবে? অবভিয়াসলি পার্টি ইন পাওয়ার

ক্ষমতা যার বা যাদের হাতে আছে তারা যদি ভাল কাজে নেতৃত্ব না দেয়? তাহলে অন্যদের উচিত হবে যার যার অবস্থান হতে প্রতিবাদ করা, জোট বেধে প্রতিরোধ করা

অন্যরা যদি এগিয়ে না আসে? তখনও ব্যক্তির উচিত প্রতিবাদ অব্যাহত রাখা; যা প্রতিরোধে রূপ নিতে পারে

সত্যের সাথে মিথ্যার কখনো আপোষ হতে পারে না ট্রুথ হেজ টু বি প্রিভেইল্ড এ্যজ এ ম্যাম্বার অব দ্যা সোসাইটি, আওয়ার ডিইটি ইজ টু আপহোল্ড ট্য রাইট কজগণতন্ত্র তথা প্লুরালিজেমর এ যুগে সমাজ ও জন-জীবনের জন্য নিতান্ত ক্ষতিকর না হলে কোন কন্ঠ রোধ করা; তথা কোন প্রকাশনা নিষিদ্ধ করা ভুল প্রকান্ড ভুল কারণ নিষিদ্ধ করে সত্যকে চাপা দেয়া যায় না

নির্বাচিত সরকারের কাছ হতে অগণতান্ত্রিক আচরণ মোটেও কাম্য নয় আমি বলবো না, এটি আওয়ামী লীগের পক্ষে নিতান্ত সম্ভব যেন বি.এন.পি.’র পক্ষে এ ধরনের কাজ অসম্ভব ! বি. এন. পি. তো গত টার্মে ই.টি.ভি.’র ব্যাপারে অলরেডি সেটা করেছে তাঁরা ই.টি.ভি.’র টেরিস্ট্রেরিয়্যাল সুবিধা বাদ দিয়ে সেটিকে স্যাটেলাইটে রাখতে পারতো কিন্তু তা করেনি কারণ তাদের লক্ষ্য ছিল অপজিশন কিল করা একই কাজ করেছে আওয়ামী লীগ

কন্ঠ রোধ করার এই ধারাটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ এটি বাদ দিতে হবে কে শুরু করবে ঘন্টা কে বাধবে? অবভিয়াসলি পার্টি ইন পাওয়ার

ক্ষমতা যার বা যাদের হাতে আছে তারা যদি ভাল কাজে নেতৃত্ব না দেয়? তাহলে অন্যদের উচিত হবে যার যার অবস্থান হতে প্রতিবাদ করা, জোট বেধে প্রতিরোধ করা

অন্যরা যদি এগিয়ে না আসে? তখনও ব্যক্তির উচিত প্রতিবাদ অব্যাহত রাখা; যা প্রতিরোধে রূপ নিতে পারে

সত্যের সাথে মিথ্যার কখনো আপোষ হতে পারে না ট্রুথ হেজ টু বি প্রিভেইল্ড এ্যজ এ ম্যাম্বার অব দ্যা সোসাইটি, আওয়ার ডিইটি ইজ টু আপহোল্ড ট্য রাইট কজ কারণ নিষিদ্ধ করে সত্যকে চাপা দেয়া যায় না ক্ষমতাধরকে আগে শুরু করতে হবে হোয়াট ইজ দি রাইট কজ? দ্যাট আওয়ার কনশ্যানস টেলস এ্যাবাউট ক্ষমতাধরকে আগে শুরু করতে হবে হোয়াট ইজ দি রাইট কজ? দ্যাট আওয়ার কনশ্যানস টেলস এ্যাবাউট

বুধবার, ২৮ এপ্রিল, ২০১০

শুরুর কথা

বহু দিন থেকে ইচ্ছে ছিল আমার একটি ব্লগ পেইজ হবে, উইথ এ ফ্রেন্ডলি ইউজার নেম এ্যন্ড এ্যড্রেস। মনে হচ্ছে এই সাইটে তা পাব। শুভ সূচনা। সামহোয়ারের মতো ঘুরাইলে হবে না।