বুধবার, ৯ জুন, ২০১০

বঙ্গভবনের বিয়ে, আমাদের মানবিক মূল্যবোধ ও রাজনীতি

বঙ্গভবনে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পুরনো ঢাকার সাম্প্রতিক অগ্নিকান্ডে নিহত পরিবারের বেচে যাওয়া সদস্যাদের বিয়ে সম্পন্ন হয়েছে। মিডিয়ার কল্যাণে এই অনুষ্ঠানের খুটিনাটিও আপনারা অনেকেই জানেন।

এটি কি আসলেই মানবিক আয়োজন হয়েছে?

বিয়েটাই যে বাঙ্গালী ললনাদের জীবনের আসল ঘটনা, পরম চাওয়া, লক্ষ্য - এমনকি পরিবারের সবার জীবনের বিনিময়ে হলেও - এটি বুঝা গেল।ক’দিন পরে হলে কি এদের জীবন বৃথা হয়ে যেত?

কি অমানবিক ! ভাবতেই পারি না !

পরিবারের সবার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সপ্তাহের মধ্যে বঙ্গভবনের বিয়ের আসর ... !

প্রধানমন্ত্রীর জন্য অধিকতর শোভন হতো এদের কর্ম ও বাসস্থান নিশ্চিতের ঘোষণা দেয়া ।

অতি সস্তা রাজনীতি হয়ে গেল !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন